পথের ক্লান্তি নিয়ে চেহারায়
দুই হাত প্রসারিত, সাড়া দাও
রক্তের বাঁধভাঙা জোয়ারে
এবার সত্য এসো, নাড়া দাও
লকলকে জিহ্বায় রাঙা খুন
জালিমের উপহাস থামেনি
তবু কিসে মুসাফির পিছুটান
এখনো অন্ধকার নামেনি!
ভুলে গেছো কি তোমার পরিচয়?
লাভের সওদা তুমি ভুলেছো?
নশ্বর পৃথিবীর আলেয়ায়
এ কোন ঝাণ্ডা তুমি তুলেছো!
05.11.18
মন্তব্য করুন