হে বৃক্ষ, নাহয় তুমিই একটু শান্ত হয়ে দাঁড়াও
একটু কথা শোনো, মাথা নাড়াও
নাহয় তুমিই একটু শান্ত হয়ে দাঁড়াও।
এইযে যারা ভাবছে বসে একশ বছর পরে
তাদের ঘরে জন্মাবে এক মাছি
দেখতে হবে উটের কাছাকাছি!
কিংবা যারা কাগজ কেটেকুটে
ভাবছে এ ডিম ফুটে
বের হবে এক মস্ত বড় জ্ঞানী
জ্ঞানের ভারে পড়বে মাথা নুয়ে
ঠিক যেভাবে কুমড়ো থাকে মাচার উপর শুয়ে
ভাববে তারা, এই যে বিরাট জীবন
খরচ করার উপায় আছে কোনো!
শুনছো তুমি? একটু খানি শান্ত হয়ে শোনো-
এই যে আমি উড়নচন্ডি কবি
তোমার কাছে কেনই বা আর আসি
অনেক শ্রোতা? অনেক ঠাসাঠাসি?
আরে না না, বরং যাতে না হয় হাসাহাসি।
30.07.19
মন্তব্য করুন