কঠিন দাবাড়ু আমি / সাইফ আলি

সিধেল চোরের মতো গায়ে মেখে সরিষার তেল
দিনে কিবা রাতঘুমে অচেতন নগরির পথ
চুপিসারে পার হয়ে যাবো।

আমাকে প্রশ্ন করে বিব্রত হতে চাও যদি
চলে এসো পাশাপাশি হাটি
খুব পরিপাটি আর গোছানো কথার জালে
তুমি হবে অসহায় মাছের মতোই।

কঠিন দাবাড়ু আমি যেনোতেনো চালে
আটকে ফেলতে পারো আছো কেউ?
যদি থাকো তার হাতে খুশি মনে ধরা দেবো এসো
তবু তুমি একবার আদর্শ হয়ে থেকো আমার দু’চোখে।

01.07.19