একটা ভীষণ সম্ভাবনার হাওয়া
মেঘ উড়িয়ে নিচ্ছে ডানে বামে,
তবুও তুমি একলা কাটাও বেলা
ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখার নামে।
হলুদ পাতার নৌকা সারি সারি
যাচ্ছে ভেসে সাগর অভিমুখে
বলতে পারো তোমার কিসে বাঁধা
কোন সে মরণ তোমায় দিলো রুখে?
২০.০৮.১৯
একটা ভীষণ সম্ভাবনার হাওয়া
মেঘ উড়িয়ে নিচ্ছে ডানে বামে,
তবুও তুমি একলা কাটাও বেলা
ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখার নামে।
হলুদ পাতার নৌকা সারি সারি
যাচ্ছে ভেসে সাগর অভিমুখে
বলতে পারো তোমার কিসে বাঁধা
কোন সে মরণ তোমায় দিলো রুখে?
২০.০৮.১৯