একইতো পথ
কারো জন্য শেষ হয়ে যায়
কেউবা আবার পথের মাঝেই
বার বার নিজেকে হারায়।।
যাত্রা পথে থামলে পথিক
একবার দেখোতো নিজেকে,
তোমার মাঝের পথটা সরল
নাকি গিয়েছে সে বেঁকে;
তুমি যাচ্ছো কোন ঠিকানায়?
ফুল-পাখি-রঙ
আমরা এবং
আমাদের লেখা এ গল্পের
শেষ হবে এখানে কখন কে জানে;
সবই ধুলো হয়ে যায়।
মিলনে-বিরহে, হাসি-কান্নায়
আমাদের সাজানো বাগানে
প্রবেশাধিকার থাকবে কি আর
কালকে সকালে কে জানে!
কেনো কাঁদবো এ মিথ্যে মায়ায়?
২৯.০৭.২১
মন্তব্য করুন