হাতের মুঠোয় পাঁচটা আঙুল
চোখের আরাম, আশার আলো;
রক্ত আমার, হৃদয় আমার
আল্লা তোকে রাখুক ভালো।
ভোগের সমাজ তোর দু’চোখে
হয়না যেনো রূপের রাণী,
বুকের মাঝে বাজতে থাকুক
সমর্পণের সত্য বাণী।
অন্য ঠোঁটের হাসির রেখায়
বাড়ুক তোর ঐ চোখের জ্যোতি,
পরের ক্ষতি মানেই বুঝিস
সবচে আগে নিজের ক্ষতি।
ইহকালের ক্ষণস্থায়ী
এক জীবনের মূল্য দিয়ে
নিস কিনে তুই অনন্ত সুখ;
যাস সেখানে আমায় নিয়ে।
১৯.০৮.২১
মন্তব্য করুন