ছোটো সেই পাখিটার ডাকনাম মন
চিন্তার মগডালে যখন তখন
জুড়ে দেয় সূত্রহীন এমন আলাপ
মনে হয় কিছুতেই খাচ্ছে না খাপ।
তবু তাতে সায় দিতে বেরোয় মিছিল
জীবনের অলিগলি রাজপথে রোজ;
আজ সে কোথায় গেছে, কার পিছে হায়
ইদানিং খুব বেশি হচ্ছে নিখোঁজ।
০৬.১২.২১
ছোটো সেই পাখিটার ডাকনাম মন
চিন্তার মগডালে যখন তখন
জুড়ে দেয় সূত্রহীন এমন আলাপ
মনে হয় কিছুতেই খাচ্ছে না খাপ।
তবু তাতে সায় দিতে বেরোয় মিছিল
জীবনের অলিগলি রাজপথে রোজ;
আজ সে কোথায় গেছে, কার পিছে হায়
ইদানিং খুব বেশি হচ্ছে নিখোঁজ।
০৬.১২.২১
মন্তব্য করুন