আমি তো ভাই গান জানি না
গান গায় আমার মন
গান গায় আমার আকাশ-মাটি-
পাহাড়-নদী-বন।।
গান গায় আমার চলার পথে নরম কচি ঘাস
গান গায় আমার রোদ-জোছনা-বাতাস বারোমাস
গান গায় আমার শান্ত দিঘি-উথাল নদীর ঢেউ
কোকিল-ঘুঘু-রাতের পেঁচা-ভোরের মোরগেও
গানের ভাষা নতুন পুরোন কিংবা চিরন্তন।।
গান গায় আমার টিনের চালে-উঠোন জুড়ে জল
কলার পাতায়, ব্যাঙের ছাতায় গান সে অনর্গল,
গান গায় আমার রাতের ঝিঝি, গান গায় আমার সাঝ
জোনাক যদি গান ধরে তার হয়না তো আওয়াজ;
এমন কতো শিল্পীরা গান গাচ্ছে সারাক্ষণ,
তাদের সাথে তাল মিলিয়ে গান গায় আমার মন।।
তোমরা যারা গান জানো না তারাও তো গাও গান
কেউ না পেলেও শুনছে আমার অদৃশ্য দুই কান!
গানের সেরা গান জানো কি? গানের সেরা গান
পেতাম যদি শুনতে আমার বেলালের আজান!
১৫.০২.২২
মন্তব্য করুন