চাঁদ এসে ঝুলে থাকে ছাদের উপর
সূর্যটা জ্বলে থাকে দু’চোখে তোর
দু’ঠোঁটে বয়ে যায় মধুর নদী সে
হৃদয় হদয়ে যায় মিশে।।
জলের তলে জ্বলে আগ্নেগিরি তোর
নিপুণ কৌশলে যেনো না কাটে ঘোর
ঝিনুক তুই কিরে গভীর সাগরের
মুক্তো বুকে ধরে মজলিসে।।
প্রাসাদ ভরা তোর গোপণ কক্ষে
সহজ নয় ঢোকা আমার পক্ষে
যদি না অনুমতি দিস আমাকে তুই
অসুখে, অকারণে যাই পিষে।।
২৬.০১.২২
মন্তব্য করুন