১.
ভোর হলো তবু ক্যানো ফুটলে না ফুল
বলো বলো তুমি কার প্রেমে মশগুল?
তুমি কি অন্ধকারে মেলবে দু’চোখ
রাত জাগা পাখিরা কি তোমাতে ব্যকুল?
২.
কংক্রিটে গড়া এই শহরে আমার
দারুণ অস্বস্তিতে ভেঙে যায় ঘুম,
চাঁদের পিরিচে নামে তরল আঁধার
সে আঁধার পান করে রাতের কুশুম।
২৪.০২.২২
মন্তব্য করুন