আমাকে দুঃখ দিলে, দুঃখ নিলে ক্যানো তুমিও;
আগুনে পুড়ে পুড়ে পুড়িয়েছো আমাকে প্রিয়।।
হৃদয়ে মেঘ পুষেছো বৃষ্টি হয়ে ঝরতে অঝোরে;
বলোতো আমি ছাড়া আর কে ছিলো গোটা শহরে?
তোমাকে ধরতে গিয়ে কাক ভিজেছি ধরতে পারিনি
তোমার সবটুকু এ বুক পকেটে ভরতে পারিনি;
এবার মেঘ না পুষে পারলে তুমি আমাকে নিও।।
নেমেছে ঝর্ণাধারা তার পাহারা দিচ্ছে দুটো চোখ
সেকি নিপুণ শিকারি প্রেম ভিখারি ফেলছে না পলোক!
তুমি সে ঝর্ণা দেখে বললে ডেকে- চলনা সাগরে!
আমিও হাত ধরেছি ভুল করেছি হয়তো তা করে
না হলে মেঘ না পুষে পারলে তুমি আমাকে নিও।।
২২.০৩.২২
মন্তব্য করুন