আমি এক ঝড়ের বুকে দারুণ সুখে উড়তে থাকা হলুদ পাতা
আমি এক পাগল কবির দুঃখ চাষের রঙিন খাতা।।
আমাকে সাগর ডাকে ভাসতে ফেনীল লবন জলে,
হাজারো প্রেমের জাহাজ ডুবলো সেথায় কি কৌশলে?
জবাবে কয়না কিছু, একমনে য্যান সেলায় কাঁথা।
আকাশের তারায় তারায় হারায় গেলে
চলে যায় সবাই তখন আমায় ফেলে
মনে চায় কান্না করি কিন্তু এ চোখ শ্রাবণ ভোলা
কিছুতেই মেঘ জমে না, মেঘ জমে না।
পাহাড়ের বিষন্নতায় মেঘের ভেলা আটকে গেলে
আমি হই বন্ধু তাদের; একলা ফেলে
তারও তো যায় সুযোগ পেলে।
জগতের এইতো নিয়ম, উড়বে একা হলুদ পাতা।।
২০.০৪.২২
মন্তব্য করুন