যমুনায় যাই চলো-বিপুল বসতি বুকে নিয়ে ধসে পড়বার পর
যেখানে জেগেছে চর,
যেখানে রুপালি বালি ঝকমক করে জোছনাতে-
তুমি আর আমি আজ রাতে।
একদিন ঘুম থেকে জেগে উঠে দুরন্ত কৈশোরে
কুড়াতাম শিউলি-বকুল; সেইভাবে জোছনা কুড়িয়ে সারা রাত
ঠেসে ঠেসে দেবো ভরে
তোমার আঁচল আর তোমার দুহাত।
চলো যমুনাতে যাই, যমুনার পাড়ে-
দুই হাতে ছুঁয়ে দেই যমুনার পানি;
চলো মেতে উঠি আজ হৃদয়ের অভিসারে
আমি গৌড়ের নৃপেন্দ্র আর তুমি তার রানী।
২০.২.২০১৬ সিরাজগঞ্জ
মন্তব্য করুন