যেই বানের জলে ভাইসা গেছে সহায় সম্বল
মরার চোখ তোর কান্দনে বাড়িলো আবার সেই বানেরই জল;
হোক কষ্ট যতই ডাকিস না সই দূর পাহাড়ের ঢল।।
ভাইসা গ্যাছে চুলোর আগুন
কুলোতে নাই চাল,
ভাইসা গ্যাছে ময়না বিবির
ইট্টুকুন ছাওয়াল;
আমি ক্যামনে তারে শান্ত করি তুই আমারে বল।।
কত মানুষ লাশ হইলো আর
নিঃস্ব হইলো কতো,
ও রহমান তুমিই পারো
সারাইতে এই ক্ষত;
জানি, যা পাইয়াছি সব আমাগো আপন কর্মফল।।
২৩/০৬/২২
অডিও শুনতে বা ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন
মন্তব্য করুন