রোজ সকালে যেই পাখিটা ডাকতো বসে জানালায়
মাস ফুরালো আসলো না যে হারিয়ে গেলো কোথায়
পাখিটা আসতো গাইতো খেলতো একা কেউ ছিলো না সঙ্গী তার
কখনো হয়নি মনে এর আগে এতো আপন সে আমার।।
পালকে রঙ ছিলো কি নেয় মনে তা হয়নি দেখা ঠিক করে
বুঝিনি ছেড়েছে কখন যে সে আমাকে প্রেমিক করে
এখন কোন বনে যে মিলবে দেখা কোনখানে যে পাবো তার।।
জানালা রাখছি খুলে পর্দা তুলে কোনো বাধা নেই তো আর
এসেছে বৃষ্টি রোদ ঝড় তুফান আসেনি পাখি আমার
সময় স্রোত ভাসিয়ে নিস এ স্মৃতি, চাই না কোনো উপহার।।
২৬/০৯/২০
মন্তব্য করুন