দুঃখগুলো পাশ কাটিয়ে সুখগুলো সব খুটি
সারাদিনের সফর শেষে ঘরের পানে ছুটি,
জানলা এঁটে দরজা এঁটে সাবধানে খুব একা
মুঠো খুলে ভাবি সুখের মিলবে এবার দেখা,
ঠিক তখনই ভুল ভেঙে যায়, অবাক হয়ে দেখি
একি, আমায় দেখে দুঃখ হেসে খাচ্ছে লুটোপুটি।!
মন জানে না মনের শহর কোন আলোতে হাসে
কোন আঁধারে জোছনা ডাকে মনেরই আকাশে;
বুক পকেটে রসদ জমাই, রসদ করি ক্ষয়
হঠাৎ দেখি চিরচেনা পকেট আমার নয়!
আমি কোন আলেয়ার পিছনে চোখ বন্ধ করে ছুটি?
রাজায় রাজায় যুদ্ধ লাগে আমি থাকি দূরে
যুদ্ধ শেষে দেখি আমার ঘর গিয়েছে পুড়ে,
পিঠ বাঁচিয়ে চলতে গিয়ে পিঠ ঠেকে যায় পেটে
মুঠো ভরা দুঃখ আনি সারাটাদিন খেটে!
জানি সত্যিকারের জীবন হলো লাল মোরগের ঝুটি।
০৯/০৭/২২
মন্তব্য করুন