যে ছিলো বুকের মাঝে
সে চেয়েছে ঘর
আমি কেমন কোরে করবো তারে পর
তুই বলনা বন্ধুবর,
একটুখানি বোঝাস তারে চলনা বন্ধুবর।
তার দুচোখের কাজল হতে
পুড়ে হলাম কালো,
আর কে আছে আমার চেয়ে
বাসবে তারে ভালো??
কেমন কোরে পাঠ্য করি আমার এ অন্তর?
পাখির বাসা আবর্জনা
উড়ে গেলেই পাখি,
ভালোবেসে যতই তারে
যত্ন করে রাখি।।
কেমন কোরে বোঝাই তারে বলনা বন্ধুবর।
২০/০১/২৩
মন্তব্য করুন