আচ্ছা তুমি কেমন আছো / সাইফ আলি

তোমার হাতে জমিয়ে রাখা আমার সকল স্মৃতির ধুলো
সরিয়ে ফেলো, এখন আমি একলা একা ভালোই আছি;
তোমার চোখে আমার দেখা কুঁড়িরা কেউ ফুল হলো না,
না হোক তাতে কি যায় আসে আমরা তো সব দুধের মাছি!

আমরা এখন অর্থনীতির কলাম পড়েই সময় কাটায়,
ফালতু আবেগ সেই ছেড়েছি, দেখলে ওসব শরীর টাটায়;
‘আচ্ছা তুমি কেমন আছো?’ ইচ্ছে করেই হয়না বলা,
ভবিষ্যতের দিকেই শুধু চোখ রেখেছি; বাড়িয়ে গলা

স্বার্থকতার সংজ্ঞা খুঁজি, বুঝি বুঝি আর বুঝি না…
যাহোক ওসব ধুলোর মাঝে এক জীবনের সার খুঁজি না।

০৪/০৪/২৩