আমাদের এই পাহাড় চূড়ায় বাধলো না তো তোমার মেঘ
উড়লো না তো তোমার ঘুড়ি আকাশময়
আর কতোদিন চাতক হয়ে অপেক্ষাতে থাকতে হবে-
ছোট্ট ছনের গ্রাম কুটিরে দাওয়াত দিলাম
বললে না তো আসবে কবে।
করিম চাষার মেয়ের বিয়ে এ বর্ষাতেই
মেঘের ভেলা উড়িয়ে নিয়ে আসবে কি?
নষ্ট ধানের কষ্ট ভুলে সরল চাষা
একটুখানি সুখের হাসি হাসবে কি?
ফারাক্কাতে আটকে গেছে খুশির ঢেউ
পদ্মা এখন ভীষণ রোগা
দেখলে তুমি বলবে তাকে অন্য কেউ
পলির কাঁদায় বুক বেঁধে সে অপেক্ষাতে
একটু না হয় এলেই এবার রোদ পোহাতে;
আসবে তো?
শুন্য গোলা পূর্ণ হওয়ার স্বপ্নে ফের
গরিব চাষা দু’চোখ মুছে হাসবে তো?
এখানে আপনার মন্তব্য রেখে যান