পরিতাপের বিষয় এই যে, তুমি জেনেও না জানার অভিনয়ে মত্ত হলে
শুনেও শুনলে না রাতের অন্ধকার চেরা সত্য আহ্বান-
অথচ, তারকাদের ঘুমিয়ে পড়া এবং চাঁদকে অতিক্রম করতে দেখে
কেবলি চোখের পর্দা টেনেছো…
হায়, তুমি যদি নিশ্চিত জানতে!
আগামীকালের সূর্য তোমাকে আলিঙ্গন করবে,
ফুসফুসের এই বাতাসটুকুই তোমার জন্য নির্ধরিত শেষ বাতাস নয়…
অথচ, তারা কেউই তোমার হুকুম মানতে বাধ্য নয়!
তুমি তো নিশ্চিত করে এটাও বলতে পারলে না,
আর কত লিটার রক্ত পাম্প করবে তোমার হৃৎপিন্ড;
সেও কি তোমার অবাধ্য নয়?
এখানে আপনার মন্তব্য রেখে যান