আমি কোনো হতাশার কথা বলছি না
আমি বলছি না- ওখানে যেওনা তুমি
ধ্বশে পড়া নগরিতে
নেই কোনো আবাসন
স্বাস্থকর একটুকু ভূমি…
আমি তো বরং উল্টোটা বলে বলে
বার বার বুঝিয়েছি
ধ্বশে গেছে যাক
রক্ত-মাংশ আর লাশের গলিত মিছিল
ভাঙাচুরো দরজার খিল
এর আগে বহুবার দেখা হয়ে গেছে।
অন্য কোনো গ্রহ থেকে নয়
অন্য কোনো বন্য পশু নয়
এ নগর ধ্বশে গেছে মানুষেরই হাতে
তুমি তাদের ডাকতে পারো অন্য কোনো নামে
অমানুষ, না-মানুষ; অন্য কিছু বলে…
আমি বলছি না-
যুদ্ধ সত্য নয়,
যুদ্ধ হলো অনিবার্য মৃত্যুখেলা, তবে
মানুষেরা যুদ্ধ করে মানুষের সাথে
যোদ্ধায়-যোদ্ধায়, পুরুষে-পুরুষে…
অথচ এখন দেখো শেয়ালের মতো
রাতের অন্ধকার গোপনে
ফেলে যায় বোম;
এর চেয়ে পশুরাও মানবো উত্তম।
এখানে আপনার মন্তব্য রেখে যান