এভাবে একটি রাত ঘুমিয়ে ঘুমিয়ে
সহজেই পার হয়ে যাবে
এভাবে একটি দিন রাস্তার মোড়ে মোড়ে
জীবিকার খোঁজ করে যাবে
সমসাময়িক ঘড়ির কাটারা
পূর্ণ করবে ঠিক পরিধির সীমা
-এখানে আসুন ভাই
করে যান মূল্যবান জীবনের বীমা।
জীবনের বীমা হয়!!
দুচোখ কপালে তুলে ভাবি,
কোনোদিন পাগলেও করে এই দাবি?
তবুও জীবন বীমা
জনপ্রিয় হয়ে ওঠে খুব
আমি যদি মরে যাই
আমার সঙ্গে কেনো ছেলে-মেয়ে-বউ দেবে ডুব!
তাদের কি দায়।
আমি তো চলেই যাবো
চিরদিন থাকতে আসিনি
থাকতে আসে না কেউ-
এভাবে একটি রাত ঘুমিয়েই পার হয়ে যাবে
ভাবতেই চোখ যায় খুলে
জীবনের বীমা হয়
সত্যিই বীমা হয় জানি
এতোদিন ভাবিনি এ পথে-
আজানের সুর ভেসে আসে
‘ঘুম থেকে নামাজ উত্তম’
ভেসে আসে বাতাসে বাতাসে…
এখানে আপনার মন্তব্য রেখে যান