মাটির ঘর ছেড়ে তুমিও বের হও আবার ঘরে ফেরো
ফেরার কথা ছিলো সেদিন ঘর ছাড়া সুবোধ বালকেরও;
শালিক তুমি এই পদ্মা বালুচরে কি সুখে বাস করো
হঠাৎ ঢেউ ভাঙে তোমার ঘরদোর তবু বিশ্বাস করো
যে নদী ঢেউ বুকে তুমুল বিত্তের বইছে সারাবেলা
মানতে হবে তার আঘাত কিছু কিছু, কিছুটা অবহেলা?
অথচ মা’র মন কেমন দেখো দেখি, কিছুই মানছে না;
নদীর স্রোত কেনো বুকের ধনটাকে ফিরিয়ে আনছে না!
কোথায় গেলো ছেলে, লুকোলো কোন বনে, শালিক জানো নাকি;
মাটির ঘরে ফের আসবে ফিরে বলে কেনো সে দিলো ফাঁকি?
২০/০৮/২২