শূন্যে তুমি কাব্য রচো, শূন্যে তোমার ঘর
বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর
তোমায় গোটা একলা নিলো
আমায় কেবল ধরিয়ে দিলো
সব হারানোর ডর!
বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর…
০৩/০৪/২৩
শূন্যে তুমি কাব্য রচো, শূন্যে তোমার ঘর
বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর
তোমায় গোটা একলা নিলো
আমায় কেবল ধরিয়ে দিলো
সব হারানোর ডর!
বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর…
০৩/০৪/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান