ঘুম পাড়ানোর কবিতা / সাইফ আলি

লক্ষী সোনা ঘুমিয়ে পড়ো রাত হয়েছে বেশ
স্বপ্নে তবে দেখতে পাবে লাল পরীদের দেশ।

তোমার দু’চোখ বুজবে যখন
ঝিঝিরা সব ডাকবে তখন
চুপি চুপি চাঁদটা এসে লাগিয়ে দেবে চুম
ঘুম পাড়ানি মাসি-পিসি পাড়িয়ে দেবে ঘুম।

ঘুম এসে এই দু’চোখ পেতে
উঠবে যখন গল্পে মেতে
তুমিও তখন কল্পে যাবে নীল পরীদের বাগে
ভোমরা যেথায় গুন গুনিয়ে গান করে যায় ফাগে।

ফুল সেখানে পাপড়ি মেলে
প্রজাপতি বেড়ায় খেলে
মৌমাছিরা এ ফুল ও ফুল খুঁজতে থাকে মৌ
এখন তুমি চোখটি বুজে চুপটি করে শৌ।